পাবনায় মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বৃক্ষরোপণ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ৪:৪৯ অপরাহ্ণ |
পাবনায় মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে।

সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে গতকাল সোমবার পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় ও পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচী পালন করা হয়।

প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল। এ সময় জেলা প্রশাসক কবীর মাহমুদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) জাহিদ নেওয়াজসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • 203
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে