জাতীয় শোক দিবস পালনে সুজানগরে প্রস্তুতি সভা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ৪:৪৫ অপরাহ্ণ |
জাতীয় শোক দিবস পালনে সুজানগরে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, সুজানগর : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সুজানগরে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৫ আগস্ট সরকারি নির্দেশনা অনুযায়ী নানা কর্মসূচি পালনের লক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।

সভায় এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উম্মে তাবাসসুম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মর্জিনা খাতুন, ওসি (তদন্ত) হাদিউল ইসলাম, সুজানগর পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন,নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম,ভাঁয়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী,সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রতিবছরের ন্যায় এবারও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিনে সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান,বেসরকারি ভবন, ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে দোয়া মাহফিল,মন্দিরে ও গীর্জায় প্রার্থনাসহ সরকারি নির্দেশনা মেনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচির সিদ্ধান্ত গ্রহন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে