ধুনটে শেষ হয়েছে হক আইটি ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত: আগস্ট ৮, ২০২০; সময়: ৪:১৯ অপরাহ্ণ |
ধুনটে শেষ হয়েছে হক আইটি ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক, ধুনট (বগুড়া)  : বগুড়ায় ধুনটে শেষ হয়েছে হক আইটির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার সকাল উপজেলার মথুরাপুর ইউনিয়নে চেয়ারম্যান ভাটায় এই ম্যাচের সমাপ্তি ঘটে।  “মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে নাজমুল হক এর পরিচালনায় গত ২২শে জুলাই থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। এতে মথুরাপুর ইউনিয়নের ৭টি দল; অলোয়া, মথুরাপুর, বানিয়াগাতি, কাশিয়াহাটা, উলিপুর, ধেরুয়াহাটি এবং হক আইটি অংশগ্রহণ করে।

এতে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা অলোয়া একাদশ ও দ্বিতীয় স্থানে থাকা মথুরাপুর ফাইনাল খেলে।  খেলা শেষে বিজয় দলের ক্যাপ্টেন রবিউল ইসলাম রবির হাতে জাতীয় মানের ট্রফি, রানার্সআপ দলের ক্যাপ্টেন সেলিম রেজার হাতে রানার্সআপ ট্রফি ও ফাইনালে খেলা সকল খেলোয়াড়দের মাঝে মেডেল  বিতারণ করেন খেলার পরিচালক নাজমুল হক (প্রতিষ্ঠাতা পরিচালক, হক আইটি ফার্ম)

খেলার উদ্যোক্তা নাজমুল হক জানান, করোনা কালিন সময়ে দেশের কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সকল শিক্ষার্থী  ঘরে বসে মানুষিক বিকাশের ও শারীরিক ভাবে অসস্থীকর ছিলো তাই তাদের মতমত নিয়ে এই আয়োজন করেছি। সকলের অংশগ্রহণে অত্যান্ত সুন্দর একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। ইনশাআল্লাহ আগামীতেও ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

টুর্নামেন্ট সেরা প্লেয়ার হিসেবে পুরুষ্কৃত হন মথুরাপুরের ফরহাদ রেজা, মোষ্ট উইকেট টেকার হিসেবে টুর্নামেন্ট সেরা বোলার হিসেবে পুরষ্কার নেন হক আইটি দলের অধিনায়ক নাজমুল হক এবং মোষ্ট ইমার্জিন প্লেয়ার হিসেবে পুরষ্কার প্রাপ্ত হয় উলিপুরের হামিদুল ইসলাম।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে