নিয়ামতপুরে দুই ডাকাত গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ৮, ২০২০; সময়: ৯:৫৯ পূর্বাহ্ণ |
নিয়ামতপুরে দুই ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে গত বৃহস্পতিবার ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের জফির উদ্দিনের ছেলে গোলাম রাব্বানী (৩৫) ও একই গ্রামের আলম শেখের ছেলে ছাদেকুল ইসলাম (২৭)।

গত শুক্রবার ভোর সাড়ে ৫টায় নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে উপ-পরিদর্শক (্এসআই) নূর জাহিদ, মুকুল হোসেন এবং মোশারফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, গত বৃহস্পতিবার রাতে উপজেলার কুন্তইল গ্রামের পূর্বদিকে ফাঁকা জায়গায় রাত ১টায় একটি বিয়ের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় উপজেলার সন্তোষপাড়ার সোনাবরের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সেই ডাকাতির অভিযোগেই গোলাম রাব্বানী ও ছাদেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামের পূর্বদিকে ফাঁকা জায়গায় ডাকাত দলের ৪/৫ জন বিয়ের মাইক্রোবাসের পথ রোধ করে নগদ ৩০ হাজার ২শত টাকা এবং ৯২ হাজার ৮০ টাকার স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় এবং বাধা দেওয়ায় চাইনিজ কোড়াল দিয়ে আহত করে উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মাহবুব হোসেন (৩০) কে। মাহবুব হোসেনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

  • 127
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে