করোনামুক্ত হলেন পত্নীতলার ইউএনও

প্রকাশিত: আগস্ট ৮, ২০২০; সময়: ১২:০৭ পূর্বাহ্ণ |
করোনামুক্ত হলেন পত্নীতলার ইউএনও

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার করোনামুক্ত হয়েছেন। শুক্রবার ফলোআপ নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.এসএম খালিদ সাইফুল্লাহ জানান, গত ২১ জুলাই তিনি হালকা গলা ব্যাথা অনুভব হলে পরীক্ষার জন্য নমুনা দেন। ২৪ জুলাই রিপোর্টে করোনা পজেটিভ আসে। এর পর থেকে তিনি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। এর পর সব শেষ ফলোআপ রিপোর্ট শুক্রবার সন্ধ্যায় আসে নেগেটিভ।

উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার বলেন, তার হালকা গলা ব্যথা ছিল এজন্য তিনি নমুনা দিয়েছিলেন রেজাল্ট পজেটিভ আসে। এর পর থেকে তিনি ২০ দিন যাবৎ বাসায় আলাদা রুমে ছিলেন। আল্লাহর রহমত এবং উপজেলার সর্বস্তরের মানুষ, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী সকলের দোয়াই সুস্থ হয়। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সকলকে সাবধানে, নিরাপদে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।

এ পর্যন্ত উপজেলাই মোট আক্রান্ত সংখ্যা ৭৭ জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৭ জন, মৃত্যু হয়েছে ২ জনের।

  • 406
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে