সুজানগরের পদ্মায় ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত: আগস্ট ৪, ২০২০; সময়: ৯:৫১ pm |
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর এলাকার পদ্মা নদীতে ডুবে মোছাঃ মিম আক্তার নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রামের আব্দুল মমিন প্রাং এর মেয়ে ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর তিনটার দিকে। মানিকহাট ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান মেয়েটি ঈদে রাইপুর তার নানা বাড়ীতে বেড়াতে এসে পদ্মাপাড়ে গেলে হঠাৎ করে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় এলাকাবাসী ও সুজানগর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে অনেক খোঁজাখুঁজি করেও ডুবে যাওয়া মেয়েটির সন্ধান না পাওয়ায় পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে রাত সাড়ে সাতটার দিকে নদী থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করে।
সুজানগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ছাব্বির আহমেদ জানান নদীতে প্রবল স্রোত থাকায় ডুবুুরি দল ও তাদের উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়।
319