রাণীনগরে পাঁচ জুয়ারী আটক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২০; সময়: ৭:২৫ অপরাহ্ণ |
রাণীনগরে পাঁচ জুয়ারী আটক

নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় পাঁচ জুয়ারীকে আটক করেছে। এঘটনায় জুয়া আইনে মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক জানান, রবিবার রাতে উপজেলার চক বলরাম গ্রামে টাকা দিয়ে তাসের মাধ্যমে একটি বাড়ীতে জমজমাট ভাবে জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তি ওসি’র নেতৃত্বে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতী টের পেয়ে জুয়ারীরা দৌড়ে পানি ভেঙ্গে পালানোর চেষ্টা করে।

পুলিশ পানি ঝাঁপিয়ে পূর্ব চকবলরাম গ্রামের তসলিম উদ্দীনের ছেলে রিয়াজুল ইসলাম (২০), একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে আতিক সরদার (২৮),পশ্চিম গোবিন্দপুর গ্রামের বাবুর আলীর ছেলে আরিফ হোসেন (২২),জহুরুল হকের ছেলে স্বপন (১৯) ও ভুট্র আলীর ছেলে রানা আহম্মেদ (২০) কে আটক করে। আটক কৃত পাঁজনসহ আরো অজ্ঞাতনামা ৬/৭জনের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • 95
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে