নিয়ামতপুরে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: আগস্ট ৩, ২০২০; সময়: ১:০৯ অপরাহ্ণ |
নিয়ামতপুরে নতুন করে ৪ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে আরো নতুন করে ৪ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে নিয়ামতপুর উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৮ জনে। ইতি মধ্যে পূর্বের ৩৮ জন করোনা রোগী সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন যাপন শুরু করেছেন। ১ জন মারা গেছেন।

নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, নিয়ামতপুর উপজেলায় আবারও নতুন করে ৪ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে। ৪ জনের মধ্যে ৪ জন হচ্ছেন উপজেলার সদর ইউনিয়নের বালাহৈর গ্রামের বাসিন্দা, ৩জন একই পরিবারের সদস্য। নিয়ামতপুর উপজেলায় বর্তমানে ১৯ জন করোনা রোগী রয়েছেন। এর মধ্যে নতুন করে ৪ জন এবং পূর্বের ১৫ জন, পূর্বের ১৫ জনের মধ্যে ১৫ জন পুরোপুরি সুস্থ্য রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে ২৯ জুলাই এর রির্পোটে ১ জন ১ আগষ্ট এর রির্পোটে ৩জন। নিয়ামতপুর উপজেলায় আজ ৩ আগষ্ট সোমবার পর্যন্ত সর্বমোট ৬শ ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সবগুলোই রির্পোট এসেছে। আজকালের মধ্যে ১০/১২ জনের সুস্থ্যতা ঘোষনা করা হবে। সর্বশেষ নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৯ জুলাই ৮জনের। সর্বশেষ রির্পোট এসেছে ১ আগষ্ট সন্ধ্যায়। এ রির্পোটে আক্রান্ত হয়েছে ৪জন।

সারাদেশে কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে করোনার শনাক্তের পরিমান অসম্ভব রকম পরিমাণে বাড়লেও নিয়ামতপুর উপজেলায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, এই অবস্থায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল।

  • 55
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে