টাঙ্গাইলে মাইক্রোবাসে আগুন, আহত ৩

প্রকাশিত: আগস্ট ১, ২০২০; সময়: ৪:৪৮ অপরাহ্ণ |
টাঙ্গাইলে মাইক্রোবাসে আগুন, আহত ৩

পদ্মাটাইমস ডেস্ক : টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুই মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে আগুন ধরে গেলে একটি মাইক্রোবাস সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ঘটনায় তিন জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধরুন এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস (কুমিল্লা-চ-১১-০০৬৫) ঢাকা যাওয়ার পথে মহাসড়কের ধরুন নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-১৫-৫৯৪০) ধাক্কা দেয়। এসময় পেছনের মাইক্রোবাসটিতে আগুন লেগে যায় এবং দাঁড়িয়ে থাকা মাইক্রোবাস খাদে পড়ে যায়।

পরে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় খাদে পড়ে যাওয়া মাইক্রোবাসের আহত তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে