নিয়ামতপুরে সরকারী প্রনোদনার দাবীতে মানববন্ধন

প্রকাশিত: জুলাই ৯, ২০২০; সময়: ৩:১৩ অপরাহ্ণ |
নিয়ামতপুরে সরকারী প্রনোদনার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সরকারী প্রনোদনার জন্য প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের ব্যানারে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের নিয়ে মহামারী করোনা ভাইরাস সংকটের কারণে বন্ধ হয়ে যাওয়ায় সরকারী প্রনোদনার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার উপজেলা গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

নিয়ামতপুর প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মোঃ শাহজাহান সাজুর সভাপতিত্বে ও সদস্য সিরাজুল ইসলামের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহদাত হোসেন নাইম, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা খাতুন মিনি।

মানববন্ধন কর্মসূচীতে উপজেলা ২৩টি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশত শিক্ষক-কর্মচারী অংশ গ্রহন করেন। মানববন্ধন কর্মসূচী শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার কার্যালয়ে স্মারক লিপি পেশ করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে