সরকার ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে : আইসিটি প্রতিমন্ত্রী

প্রকাশিত: জুন ২৫, ২০২০; সময়: ৭:৪০ অপরাহ্ণ |
সরকার ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে : আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নাটোর : আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বৈশ্বিক মহামারির ক্ষতি পুষিয়ে নিতে ভার্চুয়াল বিশ্বদ্যিালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে সরকার। বৈশ্বিক মহামারি মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান দুর্যোগ মোকাবেলায় একই সাথে সরকারী সকল দপ্তর, আওয়ামীলীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানও কাজ করে যাচ্ছে। মহামারির ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনের মাধ্যমে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের সাড়ে ৪ কোটি শিক্ষার্থীকে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের উপযোগী করে তুলতে সরকার কাজ করছে। আইসিটি মন্ত্রনালয় তা বাস্তবায়নে সফলভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টেলিভিশনের মাধ্যমে শিক্ষা প্রদান অব্যাহত রাখা হয়েছে। টেলিভিশনের মাধ্যমে ৫হাজার ৬২১টি ক্লাস নেয়া হয়েছে।্
বৃহস্পতিবার প্রতিমন্ত্রী পলক সিংড়া উপজেলা কোর্ট মাঠ ও উপজেলা হল রুমে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরনসহ ৫০টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অনকুলে প্রায় ২৪ রাখ টাকার ডিও বিতরন সহ বিভিন্ন উন্নয়নমুলক অনুষ্ঠানে এসব কথা বলেছেন।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠান সমুহে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মামিমা হক রোজী, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শিখা, উপজেলা প্রকল্প কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা বন কর্মকর্তা সত্যেন্দ্রনাথ দাস, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা রুহুল আমিন প্রমুখ।

  • 74
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে