বগুড়ার শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

প্রকাশিত: জুন ২৩, ২০২০; সময়: ৬:৫৯ অপরাহ্ণ |
বগুড়ার শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ বগুড়া : শিবগঞ্জে কৃষি অফিসের মাধ্যমে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর অর্থায়নে বিনামূল্যে প্রান্তিক চাষিদের মাঝে হাইব্রিড (এজেড-৭০০৬) জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

কোভিড ১৯ দূর্যোগের কারণে কৃষকদের ধান উৎপাদনে উৎসাহিত করা ও খাদ্য চাহিদা পূরণের জন্য মঙ্গলবার সকাল ১০ঘটিকায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ৬শত কৃষকের মাঝে এ বীজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের বগুড়ার সিনিয়র টেরিটরি কর্মকর্তা কৃষিবিদ গৌতম চন্দ্র দাস, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমূখ। কৃষকরা বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করতে করতে বাড়ি ফিরে যায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে