নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: জুন ৩, ২০২০; সময়: ৩:৪৭ অপরাহ্ণ |
নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল বুধবার বেলা ১২টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিষ্ট্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য সহকারী মোরশেদ ইসলাম।

গত ২৫ মে ঈদের দিন বিকেলে আকষ্মিক ঘূর্ণীঝড়ে উপজেলার ভাবিচা ও পাড়ইল ইউনিয়নের বেশ কিছু ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়। সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত ভাবিচা ইউনিয়নের ৩৯ জন এবং পাড়ইল ইউনিয়নে ৯জন মোট ৪৮ জনের মধ্যে ৪৭জনকে প্রতিজনে ২ বান ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে ৯৪ বান ঢেউটিন এবং নগদ ২ লক্ষ ৮২ হাজার টাকা এবং একজনকে ৩ বান ঢেউটিন ও নগদ ৯ হাজার টাকা সর্বমোট ৯৭ বান ঢেউটিন এবং ২ লক্ষ ৯১ হাজার টাকা বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে