নওগাঁয় করোনা আক্রান্তে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: জুন ২, ২০২০; সময়: ১:৩৩ পূর্বাহ্ণ |
নওগাঁয় করোনা আক্রান্তে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম নুরু (৫৮) নামের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলায় শহরের কাপড়পট্টি এলাকায় নিজ বাসায় তিনি মারা যান। নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

মৃত নুরুল ইসলাম তরু বস্ত্রালয় এবং সততা মার্কেটের মালিক। তরু বস্ত্রালয়ের দ্বিতীয়তলায় তিনি বসবাস করতেন।

আব্দুল্লাহ আল মামুন জানান, ঈদের দুইদিন আগে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। এর পর তিনি দোকান বন্ধ করে কোয়ারেন্টিনে চলে যান। ঈদের আগেই তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৩০ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এর পর থেকে তিনি বাসায় অবস্থান করে করোনার চিকিৎসা নিচ্ছিলেন।

এ নিয়ে নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজন। এদের মধ্যে নওগাঁয় আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্য রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আরেকজন মারা যান বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। সর্বশেষ নিজ বাড়িতে মারা গেছেন একজন ব্যবসায়ী। রোববার পর্যন্ত নওগাঁ ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে