মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

প্রকাশিত: মে ২৮, ২০২০; সময়: ৫:৩৯ অপরাহ্ণ |
মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পরিষদ মিলনায়তনে উপজেলার চার ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।

এ উপলক্ষে ইঊএনও আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন মুহা, ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি । সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ভালাইন ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহিম আলি বাবু,, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।

শেষে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চার ইউনিয়নের ১১০ পরিবারের মাঝে নগদ ৬ হাজার করে টাকা ও দুই বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়েছে। উল্লেখ্য, গত সোমবার বিকাল ছয়টার দিকে পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ে উপজেলার ভালাইন পরানপুর গনেশপুর ও মান্দা ইউনিয়নে ব্যাপক ক্ষতিসাধন হয় ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে