নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০; সময়: ৪:৪৯ অপরাহ্ণ |
নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর পোরশা উপজেলায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্তে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মফিজ উদ্দিন (৩৫), সঞ্জিত (২২)ও কামাল (৩২)। তাদের মধ্যে মফিজের বাড়ি উপজেলার বিষ্ণুপুর গ্রামে।

বিজিবি পোরশা নীতপুর সীমান্তের ক্যাম্প কমান্ডার মোহাম্মদ আলী বলেন, ভোরে সীমান্তের ২৩১/১০ এস মেইন পিলার এলাকা দিয়ে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বেশ কয়েকজন গরুর রাখাল। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় ১৫৯ বিএসএফ এর কেদারীপাড়া ক্যাম্পের সদস্যরা। এতে তিন বাংলাদেশি রাখাল মারা যান। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে