সোনামসজিদ বন্দরে চাঁদাবাজির অভিযোগে সাবেক মেম্বার গ্রেফতার

প্রকাশিত: জুলাই ১৪, ২০২০; সময়: ৯:৪৮ অপরাহ্ণ |
সোনামসজিদ বন্দরে চাঁদাবাজির অভিযোগে সাবেক মেম্বার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ : দেশের দ্বিতীয় বৃহত্তর সোনামসজিদ স্থলবন্দর এলাকায় চাঁদাদাবীর অভিযোগে একজন সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও পিরোজপুর গ্রামের সফিকুল ইসলামে ছেলে ইউসুফ আলী (২৮)।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের সোনালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে কাস্টমস ইন্সপেক্টর বুলবুল আহমেদ চৌধুরী বাদী হয়ে ইউসুফ আলী সহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার- ৩৩/৪০৪, তারিখ- ১৪.০৭.২০২০।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বুলবুল আহমেদ সোনালী ব্যাংক সোনামসজিদ শাখা হতে বের হবার সময় ইউসুফ আলী সহ তার সহযোগীরা তার উপর অতর্কিত মারপিট শুরু করে। এসময় চাঁদা চেয়ে হুমকি তাকে দেয়া হয়। পরে ¯’ানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে তারা পালিয়ে যায়।

ঘটনাটির সত্যতা স্বীকার করে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত ইউসুফ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে