সাপাহারে এবারে আম বাণিজ্য হবে ৫ শত কোটি টাকা

প্রকাশিত: জুলাই ১৪, ২০২০; সময়: ৭:৫৭ অপরাহ্ণ |
সাপাহারে এবারে আম বাণিজ্য হবে ৫ শত কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, সাপাহার : আমের রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে এবারে আম উৎপাদনের লক্ষ মাত্রা ৯৯ হাজার মেট্রিক টন। যার আনুমানিক মূল্য প্রায় ৫শ’ কোটি টাকা। এই উপজেলায় প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে জমে উঠেছে আমের বাজার।

বরেন্দ্র ভূমিতে উৎপাদিত সুমিষ্ট রসালো ফল গোপাল ভোগ, ল্যাংড়া, ফিরসাপাত, হিমসাগর, নাক ফজলী, আম্রপালী সহ বিভিন্ন জাতের আম বেচ-কেনায় জমে উঠেছে আড়ৎগুলো। উপজেলার বিভিন্ন এলাকায় আম বাগান বেড়ে যাওয়ায় দেশের সর্ব বৃহৎ আমের মোকাম হয়ে উঠেছে সাপাহার।

এখানে স্থানীয় সহ দেশের বিভিন্ন এলাকার প্রায় দুইশত আড়ৎদার প্রতিদিন বাগান মালিকদের কাছ খেকে প্রায় ৮ কোটি টাকার আম বেচা-কেনা করছেন।

প্রশাসনের সহায়তায় এবং পুলিশ কন্ট্রোল রুমের বাজার মনিটরিংএ প্রতিদিন প্রায় ৪০ হাজার মন আম দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এতে করে এ উপজেলার অনেক কর্মহীন মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং করোনা সমস্যার মধ্যেও আমের ভাল দাম পাওয়ায় বাগান মালিকরাও বেশ খুশি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, এবারে এ উপজেলাায় আম উৎপাদনের লক্ষ মাত্রা ৯৯ হাজার মেট্রিকটন, যার আনুমানিক মূল্য ৫শ’ কোটি টাকা।

  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে