বাগাতিপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে দম্পতি আহত

প্রকাশিত: জুলাই ১৩, ২০২০; সময়: ৭:১৫ অপরাহ্ণ |
বাগাতিপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে দম্পতি আহত

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক দম্পতি আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়ার মুনশিপাড়া বিলে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৩৯) এবং তার পুত্রবধূ আরজিনা বেগম (৩৫)।

আহতরা জানান, উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া মুনশিপাড়া বিলে বর্ষার পানি জমায় দেশীয় প্রজাতির ছোট মাছ ধরতে খলসুন পেতে রাখেন সাদেক হোসেন। তার খলসুনের পাশেই একই গ্রামের আজাহারের ছেলে বিল্টুও খলসুন পেতে রাখে। খলসুন পাতাকে কেন্দ্র করে সোমবার দুপুরের দিকে বিল্টুর সাথে সাদেক হোসেনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাদেক হোসেনকে মারধোর শুরু করে বিল্টু।

এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে প্রতিপক্ষের আঘাতে মাথা ফেটে গুরুত্বর আহত হন আরজিনা বেগম। পরে স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। এঘটনায় বাগাতিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, এমন ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে