নওগাঁর মহাদেবপুরে ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ১৩, ২০২০; সময়: ৫:৪২ অপরাহ্ণ |
নওগাঁর মহাদেবপুরে ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে ৪৫ বোতল ফেন্সিডিলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। রবিবার দিবাগত রাত আড়াই টায় উপজেলার মাতাজি রহট্টা সড়কের বটতলী মোড়ের কাছে ওয়াক্তিয়া মসজিদের সামনে থেকে মাদক ব্যবসায়ী সাজ্জু আহমেদ সাজু (২৩) ৪৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাজু রাইগাঁ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ময়েন উদ্দীন কবিরাজের ছেলে।

পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, অভিনব কৌশলে বেশ কিছু ফেন্সিডিল মাতাজি থেকে নওগাঁ সদরে বহন করে নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে মাতাজিহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল মতিনের নেতৃত্বে এএসআই সেলিম রেজা, এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ সাজুর দেহ তল্লাশী করে তার কাছে স্কুল ব্যাগে থাকা ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, আটককৃত সাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে