নাটোরে ইউএনওসহ নতুন ১৩ জন আক্রান্ত

প্রকাশিত: জুলাই ১১, ২০২০; সময়: ৯:৪০ অপরাহ্ণ |
নাটোরে ইউএনওসহ নতুন ১৩ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরে গুরুদাসপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তমাল হোসেন সহ আজ নতুন করে ১৩ জন আক্রান্ত হয়েছেন। শনিবার রাত ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ল্যাব থেকে এ তথ্য জানানো হয়েছে।

নাটোর সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট হাফিজার রহমান ১৩ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চি করে জানান, শনিবার রাত ৮ টার দিকে রামেক ল্যাব থেকে নাটোরে ৩৯ জনের নমুনা রিপোর্ট পাঠানো হয়েছে।

এর মধ্যে গুরুদাসপুরের ইউএনও মোঃ তমাল হোসেন সহ ১৩ জনের করোনা পজেটিভ রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া গুরুদাসপুরের আরো ১ জন করোনা পজেটিভ। আক্রান্ত অন্যদের মধ্যে ৮ জন বড়াইগ্রামে, ২ জন নাটোর সদর ও ১ জন বাগাতিপাড়া উপজেলার।

নাটোরের সিভির সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, গুরুদাসপুর ইউএনও মোঃ তমাল হোসেন সহ ১৩ জন আক্রান্ত হওয়ায় নাটোর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৯৪ জন। অবশ্য ইতিমধ্যে ৯৭ জন সুস্থ্য হয়েছেন এবং একজন মৃত্যু বরন করেছেন। আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা সহ তাদের বাড়ি বা প্রতিষ্ঠান লকডাউন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

  • 22
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে