চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদনে আধুনিক কলা-কৌশল বিষয়ক কৃষি প্রশিক্ষণ

প্রকাশিত: জুলাই ১১, ২০২০; সময়: ৪:২০ অপরাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জ আম উৎপাদনে আধুনিক কলা-কৌশল বিষয়ক কৃষি প্রশিক্ষণ

জ্যৈষ্ঠ প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ অ লিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে আম উৎপাদনের আধুনিক কলা কৌশল শীর্ষক কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে (বিআরআই) চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্ত। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রনায়ের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস।

বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ জমির উদ্দিন। বক্তব্য রাখেন, লাক্ষা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোখলেসুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোজদার হোসেন ও কল্যাণপুর হটিকালচার সেন্টারের উপ-পরিচালক মোজদার হোসেন।

আম উৎপাদন নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন আম বাগানী, ব্যবসায়ী ও কৃষক উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে