মান্দার ইউএনও পাচ্ছেন শুদ্ধাচার পুরস্কার

প্রকাশিত: জুলাই ১০, ২০২০; সময়: ৮:৪৪ অপরাহ্ণ |
মান্দার ইউএনও পাচ্ছেন শুদ্ধাচার পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, মান্দা নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। সততা, ন্যায়নিষ্ঠ ও কর্তব্যপরায়ণসহ সামাজিক উন্নয়নে অবদান রাখায় জেলার ১১ উপজেলার মধ্যে শ্রেষ্ট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাঁকে এ পুরস্কার প্রদান করা হবে। জেলা প্রশাসক হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা’র আলোকে ২০১৯-২০ অর্থ বছরে জেলা ও উপজেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কার প্রদানের জন্য ইউএনও আব্দুল হালিমকে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, নওগাঁ কালেক্টরেটের প্রধান সহকারী ইয়াছিন আলী ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী এমদাদুল হক এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নির্বাচিত কর্মকর্তা-কর্মচারীগণকে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেষ্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমান অর্থ প্রদান করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে