নিয়ামতপুরে প্রতিবেশীদের আঘাতে গৃহবধু আহত

প্রকাশিত: জুলাই ১০, ২০২০; সময়: ৫:৪২ অপরাহ্ণ |
নিয়ামতপুরে প্রতিবেশীদের আঘাতে গৃহবধু আহত

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সামান্য ঘটনাকে কেন্দ্র করে গৃহবধুর মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিবেশীরা। ঐ গৃহবধু মারাত্মকভাবে আহত হওয়ায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে নিয়ামতপুর থানায় গৃহবধুর স্বামী বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের মহিষকুড়ি গ্রামের আবু তালেবের স্ত্রী লতিফন (৩৫) কে সামান্য ঘটনায় প্রতিবেশীরা রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। গত ৯ জুলাই বৃহস্পতিবার বেলা ১২টায় এ ঘটনা ঘটে।

আহত লতিফন বলেন, আমি বৃহস্পতিবার বেলা ১২টায় বাড়ী থেকে মাঠে গরু নিয়ে যাচ্ছিলাম। তখন আমার প্রতিবেশী ফারুকের বাড়ীর পাশে রাখা ঘাস আমার গরু একটু খেয়ে ফেলেছে। তখন ফারুক ও তার স্ত্রী মিরজান (৪০) অকথ্য ভাষাঢ গালিগালাজ শুরু করে। আমি কোন কথা না বলে বাড়ী চলে আসি। তখন আমার প্রতিবেশী ফারুক (৪৩), তাছির উদ্দিনের ছেলে আলমগীর (৩০), ফারুকের স্ত্রী মিরজান (৪০), শফিকুল ইসলামের স্ত্রী জেসমিন (২৫), মতিউর রহমানের স্ত্রী জেসমিন (২৫) এক জোট হয়ে আমার বাড়ীতে এসে রড, বাঁশ দিয়ে আমাকে এলোপাতাড়ীভাবে মারধর শুরু করে। রডের আঘাতে আমার মাথা ফেটে রক্তাক্ত হয়ে যায়। সাথে সাথে অন্য প্রতিবেশীরা আমার স্বামীকে সংবাদ দিলে আমার স্বামী ও প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতের স্বামী আবু তালেব বলেন, সংবাদ পেয়ে আমি আমার স্ত্রীকে রক্ষা করার জন্য এগিয়ে গেলে ফারুক, আলমগীর আমাকেও মারপিট শুরু করে। এতে আমিও আহত হই।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির বলেন, আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসে নাই। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে