পোরশায় পিপিই নেই কৃষি ব্যাংক কর্মকর্তাদের

প্রকাশিত: জুলাই ১০, ২০২০; সময়: ১২:৫৫ অপরাহ্ণ |
পোরশায় পিপিই নেই কৃষি ব্যাংক কর্মকর্তাদের

নিজস্ব প্রতিবেদক, পোরশা : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পোরশা শাখার কর্মকর্তাদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) নেই। এই করোনা মহামারীতে তারা ব্যাংকে বসে একরকম অনিরাপদ ভাবেই কাজ করছেন।

বৃহস্পতিবার ব্যাংকের পোরশা শাখা কার্যালয়ে গিয়ে দেখা গেছে কর্মকর্তারা শুধু মাত্র মাস্ক পরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছেন। প্রধান গেটে একজন পিয়ন বসে থাকতে দেখাগেছে। তিনি আগত গ্রাহকদের হাতে ঔষুধ স্প্রে করছেন। এতেই যেন কতৃপক্ষ নিরাপদ মনে করছেন। তাছাড়া গ্রাহকগণও আশা করছেন কমপক্ষে কর্মকর্তাদের নিরাপদ কাজের জন্য।

আগত গ্রাহক আব্দুল কাদের ও আশরাফুল ইসলাম জানান, ব্যাংক উর্দ্ধতন কতৃপক্ষের উচিৎ কর্মকর্তাদের পিপিই ব্যবস্থা করা। কর্মকর্তাগণ নিরাপদ থাকলে ব্যাংক কার্যক্রম ভাল চলবে এবং এই করোনা সময়ে গ্রাহকগণও ভাল সেবা পাবেন। ব্যাংক কার্যক্রম নিয়মিত রাখতে ও কর্মকর্তাদের নিরাপদ রাখতে কতৃপক্ষ ব্যবস্থা নিবেন বলে তারা আশা করছেন।

শাখা ব্যবস্থাপক বুদ্ধেস্বর সরকার জানান, উর্দ্ধতন কতৃপক্ষের কাছ থেকে আমরা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) পাইনি। পিপিই পেলে আমরা নিরাপদ কাজ করতে পারতাম বলে তিনি জানান।

তিনি আরও জানান, এ উপজেলায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটি মাত্র শাখা হওয়ায় এটিতে প্রতিদিন শতশত গ্রাহক আসেন। কে কি অবস্থায় আসেন তা আমরা সঠিক বলতে পারিনা। তবে তিনি নিজ উদ্যেগে গ্রাহকগণের জন্য স্প্রের ব্যবস্থা করেছেন বলে জানান।

এছাড়াও শাখাটির আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্রে প্রতিদিন দুইবার স্প্রে করা হয় বলেও জানান। এপর্যন্ত ব্যাংকের কোন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়নি। তবে কতৃপক্ষ ব্যাংকের সকল কর্মকর্তাকে সুরক্ষার জন্য পিপিই সামগ্রী ব্যবস্থা করবেন বলে তিনি আশা করছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে