চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপন

প্রকাশিত: জুলাই ৯, ২০২০; সময়: ১১:০৩ পূর্বাহ্ণ |
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ১’শ বৃক্ষরোপন করা হয়েছে। বনজ, ফলজ ও ঔষধী গাছ রোপন করা হয়।

এদিন সকালে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন প্লাটফর্মে ১’শ চারা আনা হয়। রেলস্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে এসব বৃক্ষ রোপন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষে ৩টি করে গাছ লাগার আহ্বান জানিয়েছেন দলীয় নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠন গুলোকে। এরই মাঝে জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ ছাত্রলীগ বৃক্ষরোপন শুরু করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ-আল-মামুন, বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আইয়ুব আলী, কাউসার আলী, ফয়সাল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তুষার, ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক এখলাসুজ্জামান টমাস, আপ্যায়ন বিষয়ক সম্পাদক একেএম আনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি জাহিদ হাসান পরশ, সহ-সভাপতি তৌকির হাসান প্রিয়, আবির হোসেন দ্বীপসহ অন্যরা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে