বাগাতিপাড়ায় স্বাস্থ্য বিধি না মানায় অর্থদন্ড

প্রকাশিত: জুলাই ৮, ২০২০; সময়: ৮:৫০ অপরাহ্ণ |
বাগাতিপাড়ায় স্বাস্থ্য বিধি না মানায় অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় স্বাস্থ্য বিধি না মানায় ১৫ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮জুলাই) দুপুরে চালানো অভিযানে অর্থ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল। এসময় তিনি পথচারী এবং বাজারে আসা লোকজনকে স্বাস্থ্য বিধি মেনে চলতে সতর্ক করেন।

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা চত্ত্বর ও মালঞ্চি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় মাস্ক পরিধান না করায় ১৩ জনকে ১শত টাকা করে এবং মটরসাইকেলের প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় দুজনকে ২ হাজার টাকা করে মোট ১৫ জনেক ৫ হাজার ৩ শত টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এমন অভিযান চালিয়ে যাবেন বলেও জানান প্রিয়াঙ্কা দেবী পাল।

  • 81
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে