মহাদেবপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা মূলক সেমিনার

প্রকাশিত: জুলাই ৮, ২০২০; সময়: ৭:৫৬ অপরাহ্ণ |
মহাদেবপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা মূলক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ৮ জুলাই বুধবার দুপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্ধায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সার্বিক বিষয় তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ওহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক চৌধুরী, উপজেলা কৃষি অফিসার অরুন চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাযহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মুলতান হোসেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জুয়েল, রাইগাঁ ইউপি চেয়ারম্যান মুঞ্জুরুল আলম মুঞ্জু, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিঞা, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, হাতুড় ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মোঃ মাহামুদান নবী রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তাগণ দক্ষ জনশক্তি রপ্তানিতে প্রশিক্ষণ গ্রহণ ও প্রতারণা রোধে সকলকে স্বচেতন থাকার আহ্বান জানান।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে