ধামইরহাটে মধ্যরাতে বাল্য বিয়ে করতে গিয়ে বরের ৬ মাসের জেল

প্রকাশিত: জুলাই ৮, ২০২০; সময়: ৬:৫৬ অপরাহ্ণ |
ধামইরহাটে মধ্যরাতে বাল্য বিয়ে করতে গিয়ে বরের ৬ মাসের জেল

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট নওগাঁ : নওগাঁর ধামইরহাটে মধ্যরাতে বাল্যবিয়ে রুখে দিল উপজেলা প্রশাসন, এই অপরাধে বরের ৬ মাস কারাদন্ড প্রদান করা করেছে ভ্রাম্যমান আদালত।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, উপজেলার আড়ানগর ইউনিয়নের কাজীপুর গ্রামের মাহবুব আলমের কিশোরী মেয়ে (১৬) র সাথে পত্নীতলা উপজেলার পাটিআমলাই গ্রামের সামাদুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২৩) এর বিবাহ প্রস্তুুতি চলছিল।

৭ জুলাই রাত পৌনে ১২ টার সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দেন। নাবালিকা কিশোরী মেয়েকে বিয়ে করতে আসায় তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায় বর জাহিদ হাসানের ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান।

এ সময় ধামইরহাট থানার ওসি মো. আবদুল মমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পুলিশের এ.এস.আই রেজুয়ান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মধ্যরাতে চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ঝুকি নিয়ে বাল্য বিবাহ বন্ধ করায় উপজেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে