আত্রাই থানা পুলিশের জনসচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ

প্রকাশিত: জুলাই ৮, ২০২০; সময়: ৬:০৭ অপরাহ্ণ |
আত্রাই থানা পুলিশের জনসচেতনতা মূলক প্রচারপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, আত্রাই নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার দিক নির্দেশনায় আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে পানিতে ডুবে মৃত্যু রোধ ও সাপে কাটলে করণীয় বিষয়ক সচেনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার দিনব্যাপী ওসি মোসলেম উদ্দিন এবং ওসি তদন্ত মোজাম্মেল হক, এসআই প্রদীপ কুমার, মোস্তাফিজুর রহমান, হাইদার আলী, মনিরুল ইসলাম, ডিএসবি নূরুল ইসলামসহ থানা পুলিশের চৌকস টিম এ কার্যক্রম পরিচালনা করেন।

এসময় উপজেলা সদর , সাহেবগঞ্জ বাজার, আহসানগঞ্জ স্টেশন, আত্রাই নতুন বাজার, বান্দাইখাড়া বাজার, শুটকিগাছা বাজার, ভবানীপুর বাজার, শাহাগোলা স্টেশন বাজার, সুদরানা বাজার, নওদুলি বাজার সহ লোক সমাগম হয় এমন স্থানে স্থায়ী বিলবোর্ড ঝোলানো এবং সর্ব সাধারনের হাতে হাতে প্রচারপত্র দেওয়া হয়।

ওসি মোসলেম উদ্দিন বলেন, বিতরণকৃত লিফলেটে ৫ বছরের বেশি বয়সের শিশুদের অল্প পানিতে সাঁতারে শেখানো ব্যবস্থা, ৭ বছরের শিশুদের অভিভাবকদের তত্বাবধানে রাখা, এপ্রিল থেকে সেপ্টেমবর মাস পর্যন্ত শিশুদের পানিতে ডবার বেশি সম্ভাবনা থাকে। তাই এ সময়ে তাদেরকে চোখে চোখে রাখা এবং সর্প দংশনের রোগিদের প্রাথমিক চিকিৎসা দিতে দ্রুত হাসপাতালে নেয়াসহ বিভিন্ন নির্দেশনা মূলক এ লিফলেট বিতরণ করা হয়।

  • 25
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে