কচুয়ায় স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি বাতিলের দাবিতে মানবন্ধন

প্রকাশিত: জুলাই ৮, ২০২০; সময়: ৩:০২ অপরাহ্ণ |
কচুয়ায় স্কুল ম্যানেজিং কমিটি সভাপতি বাতিলের দাবিতে মানবন্ধন

নিজস্ব প্রতিদেবক, কচুয়া: চাঁদপুরের কচুয়ার তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে স্বজনপ্রীতি দূর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। বুধবার সকালে অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে তেতৈয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৫ জুন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটওয়ারী ও প্রিজাইডিং অফিসার সোহেল রানার অন্যপ্রার্থীদের না জানিয়ে স্বজনপ্রীতি করে মো: জসীম উদ্দিন মোল্লাকে সভাপতি হিসেবে ঘোষনা করে তাৎক্ষনিক ওই স্থান ত্যাগ করেন। কিন্তুু অন্যান্য প্রার্থীদের বিদ্যালয়ে অন্য কক্ষে বসিয়ে স্বজনপ্রীতি করে তারা সভাপতির নাম ঘোষনা করেন। পরক্ষনে অন্যপ্রার্থীরা সভাপতি নির্বাচন নিয়ে বানচাল করায় তাৎক্ষনিক ভাবে প্রতিবাদ করেন। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাতিল করে নতুন করে কমিটি দেয়ার দেয়া জন্য দাবী জানান তারা। যার অনুলিপি কুমিল্লা শিক্ষাবোর্ড,জেলা প্রশাসক ,জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্য়ালয়ে প্রেরণ করা হয়।

এসময় মানববন্ধনে পৌর প্যানেল মেয়র ও কমিশনার মো.কামাল হোসেন অন্তর,কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মেম্বার, সমাজসেবক গাজী শাহজাহান সিরাজী, উপজেলা ছাত্রলীগ নেতা ডা. আবু ইউসুফ মজুমদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে