বদলগাছীতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত: জুলাই ৮, ২০২০; সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ |
বদলগাছীতে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উৎযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বদলগাছী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি প্রশিক্ষণ সেন্টারে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, থানা অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মদ, যুবলীগ নেতা এস এম মনিরুল ইসলাম সাজু প্রমূখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উৎযাপন উপলক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০০ টি করে বৃক্ষের চারা রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদলগাছী, নওগাঁ এই বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করে।

এসময় বিভিন্ন বৃক্ষের চারা বিতরণ করা হয়। এরপর সাংসদ ছলিম উদ্দিন তরফদার কৃষি অফিস চত্ত্বরে নিজ হাতে একটি নাগ ফজলি আমের চারা রোপণ করে উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে