ধামইরহাটে মাধ্যমিক পর্যায়ে অনলাইন স্কুল চালু

প্রকাশিত: জুলাই ৭, ২০২০; সময়: ৫:৩৬ অপরাহ্ণ |
ধামইরহাটে মাধ্যমিক পর্যায়ে অনলাইন স্কুল চালু

নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট নওগাঁ : নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক পর্যায়ে অনলাইন স্কুল চালু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৮ম থেকে ১০ শ্রেনির শিক্ষার্থীদের জন্য এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, অনলাইন স্কুলের উদ্বোধনী শিক্ষক চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, ভাতকুন্ড উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের লুৎফর রহমান, সহকারী শিক্ষক আরজ আলী প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান আজাহার আলী বলেন, বৈশি^ক মহামারিতে দেশের তথা উপজেলা পর্যায়ে শিক্ষা ব্যবস্থা অনেকটা নাজুক অবস্থা, এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের পাশাপাশি স্থানীয় ভাবে নেয়া উদ্যোগে অনলাইন স্কুল সিস্টেম চালুর মাধ্যমে শিক্ষার্থীরা অনেকটা পড়ার টেবিলে মনোযোগী হবে বলে আমি মনে করছি।

শিক্ষার্থীরা প্রতিদিন দুই বার ডিস চ্যানেলে ও অনলাইনেও এই ক্লাস উপভোগ করতে পারবেন বলে মাধ্যমিক শিক্ষা অফিস জানায়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে