নলডাঙ্গায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

প্রকাশিত: জুলাই ৬, ২০২০; সময়: ৯:২৯ অপরাহ্ণ |
নলডাঙ্গায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা নাটোর : নাটোরের নলডাঙ্গা উপজেলায় নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই-২০২০) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে চেক বিতরণ করেন, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।

নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, সিনিয়র সহ সভাপতি এস এম ফকরুদ্দিন ফুটু মাষ্টার, নলডাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরহাদ হোসেন সহ প্রমূখ।

এসময় এমপি শিমুল বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নন-এমপিওভুক্ত শিক্ষকদের প্রণোদনা দিয়ে তাদের দুঃখের সাথী হয়েছেন। আগামীতে যোগ্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি। পরে উপজেলার ১৪২ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে ৬ লক্ষ ৮০ হাজার টাকার প্রণোদনার চেক বিতরণ করেন।

এছাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে গাছের চারা, গরীব ও মেধাবী নারীদের মাঝে সেলাই মেশিন, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে