নওগাঁয় চিকিৎসকসহ আরও ২৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ৯:৩৬ অপরাহ্ণ |
নওগাঁয় চিকিৎসকসহ আরও ২৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় নতুন করে আরও ২৪জনের করোনা শনাক্ত হয়েছে । এনিয়ে জেলায় মোট করোনা ভাইরাস শনাক্ত দাঁড়িয়েছে ৫৮৪ জনে। আজ রবিবার ৫ জুলাই নওগাঁ জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সন্ধায় ঢাকার আইইডিসিইআর থেকে গেল ১ ও ২ জুলাই তারিখে প্রেরিত নমুনা ফলাফলের বিপরীতে নতুন করে আরও ২৪জনের করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে চিকিৎসক নার্স রয়েছেন। এর মধ্যে নওগাঁ সদর উপজেলাতে ৫জন, সাপাহারে ৬ জন, মহাদেবপুরে ৩ জন, বদলগাছীতে ৪জন, পোরশায় ২ জন, পত্নীতলায় ২ জন, ধামইরহাটে ১ জন ও নিয়ামতপুরে ১ জনের নতুন করে করোনা পজেটিভ এসেছে।

তিনি আরও জানান, নতুন শনাক্ত হওয়া সকলের শারীরিক অবস্থা দেখে তাদের চিকিৎসার ব্যবস্থাসহ হোম-আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

এদিকে নওগাঁয় করোনা ভাইরাস শনাক্ত ৫৮৪ জন, করোনা মুক্ত হয়েছেন ৩৮৮ জন এবং মৃত্যুবরন করেছেন ০৭ জন বলে জানিয়েছেন এই সিভিল সার্জন কর্মকর্তা।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে