সান্তাহারে এক রাতে ৫টি বাড়িতে ১০টি ফোন চুরি

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ৮:০৫ অপরাহ্ণ |
সান্তাহারে এক রাতে ৫টি বাড়িতে ১০টি ফোন চুরি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া আদমদীঘি : বগুড়ার সান্তাহার পৌরসভার ৯ নং ওয়ার্ডের তারাপুর গ্রামে এক রাতে ৫টি বাড়ির জানালা দিয়ে ১০টি মোবাইল ফোন চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসী। রবিবার দিনগত রাতে সান্তাহার পৌরসভার তারাপুর গ্রামে ৫টি বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এ চুরির ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন-তারাপুর গ্রামের মোস্তফা, কাজল, ফারুক, মোজাম্মেল ও নাহিদসহ ৫ জন। গ্রামবাসীরা জানান, ওই গ্রামের লোকজন যে যার মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে সংঘবদ্ধ চোর চক্র গ্রামের ৫টি বাড়ির জানালা দিয়ে ১০টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

গ্রামের লোকজন সকালে ঘুম থেকে জেগে উঠে একে একে জানতে পারেন সবার ঘরে রাখা মোবাইল ফোন চুরি হয়ে গেছে। এক রাতে একই কৌশলে পুরো গ্রামে এমন চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে বেশ আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয় নি।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান জানান, এক সঙ্গে ৫টি বাড়িতে চুরির বিষয়টি তার জানা নেই। এ সংক্রান্ত তাদের কাছে কেউ কোন অভিযোগও করেন নি।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে