নওগাঁয় ছাত্রলীগ কর্মীর করোনা ভাইরাস সচেতনতা প্লেকার্ড প্রদর্শন ও মাইকিং

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ৭:৪৭ অপরাহ্ণ |
নওগাঁয় ছাত্রলীগ কর্মীর করোনা ভাইরাস সচেতনতা প্লেকার্ড প্রদর্শন ও মাইকিং

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : করোনা ভাইরাস সম্পর্কে নওগাঁ জেলা ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানার নেতৃত্বে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে প্লেকার্ড প্রদর্শন এবং মাইকিং করা হয়েছে। শনিবার শহরের মুক্তির মোড়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সচেতনমুলক কাজ করা হয়।

এসময় সোহেল রানা বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমরা সাধরন মানুষের মাঝে সচেতনতামুলক কাজ করে যাচ্ছি।

প্রতিটি মানুষের মাঝে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা সহ সাধারণ মানুষ যেন সময়মত হ্যান্ড ও স্যানিটাইজার ব্যবহার করে সে লক্ষ্যে আমরা মানুষের মাঝে সচেতনতার কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, সামাজিক দূরত্ব মেনে, মাস্ক ব্যবহার সহ সকল নির্দেশনা মেনে চলাফেরা করলে এই ভাইরাস মোকাবেলা সম্ভব।

এসময় ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম রসি, এহসান আহমেদ আকাশ, শাকিল আহমেদ জয়, পারভেজ হোসেন সহ আরও অনেকে করোনা ভাইরাস সচেতনতা প্লেকার্ড প্রদর্শন এবং মাইকিং এ উপস্থিত ছিলেন ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে