শিবগঞ্জে ভূয়া এনএসআই গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ৬:৫৩ অপরাহ্ণ |
শিবগঞ্জে ভূয়া এনএসআই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় সুবিধা নিতে গিয়ে এক ভূয়া এনএসআইকে আটক করেছে এনএসআই (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা)। আটক ভূয়া এনএসআই হচ্ছে গোমস্তাপুর উপজেলার বেনিচক এলাকার মৃত জোব্দুল হকের ছেলে জয়নুল আবেদিন ওরফে জনি (২৫)।

এনএসআই চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোরশেদ আলম জানান, এনএসআই’র ফিল্ড অফিসার পরিচয় দিয়ে আটক জয়নুল আবেদিন ওরফে জনি রবিবার (৫ জুলাই) বেলা ১২টার দিকে শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিনের কার্যালয়ে প্রবেশ করে বিভিন্ন বিষয়ে কথা বলার এক পর্যায়ে অর্থ দাবি করে।

এ সময় তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় পৌর মেয়র রাজিন সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি অবহিত করলে শিবগঞ্জ উপজেলা কর্মরত এনএসআই’র জুনিয়র ফিল্ড অফিসার ইমন হোসেন ওই ভুয়া এনএসআইকে আটক করেন। পরে বেলা ৩টার দিকে এনএসআই’র উপ-পরিচালক মোরশেদ আলম ঘটনাস্থল এসে আটক ব্যক্তির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যান পুলিশ।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে