নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: জুলাই ৫, ২০২০; সময়: ৫:৫৬ অপরাহ্ণ |
নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা বরেন্দ্র ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১টায় বিডিও’র নিজস্ব কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিডিও’র স্লিপ প্রকল্পের আয়োজনে সহযোগিতা করেন আঁন্ধেরি হিলফে-বন, জার্মানী।

বরেন্দ্র ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র সার্বিক বিষয়ে আলোচনা করেন বরেন্দ্র ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র নির্বাহী পরিচালক আকতার হোসেন।

প্রতিযোগিতার বিষয় ছিল বির্তক প্রতিযোগিতা (বিষয়ঃ অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাই মানুষের দূর্দশার কারণ), রচনা প্রতিযোগিতা (বিষয কিশোরীর ভাবনা), চিত্রাংকন প্রতিযোগিতা, উৎসবের ছবি।

বিচারক মন্ডলী হিসাবে উপস্থিত ছিলেন বিডিও’র সহকারী পরিচালক কোমুদী হোসেন নিশা, নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক (অব) আব্দুল জব্বার, ইব্রাহীম হোসেন।

বিডিও’র প্রকল্প সমন্বয়কারী নাজমূল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিডিও’র সাধারণ পরিষদের সদস্য রশিদা বেগম, নিয়ামতপুর বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মমতাজ হেসেন, সোনালী ব্যাংক নিয়ামতপুর শাখার শাখা ব্যবস্থাপক মুক্তাদিরুল রহমান, বিডিও’র হিসাবরক্ষক মোজাম্মেল হক, মাহফুজ, গাংগোর শাখার বজলুর রশীদ, হাজিনগর ও চন্দননগর শাখার ফিল্ড অর্গানাইজার মোসলেম উদ্দিন, ফিল্ড অর্গানাইজার আবু সায়েম, বিলকিস খাতুন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে