জয়পুরহাটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের মেয়াদউত্তীর্ণ বীমা দাবীর চেক হস্তান্তর

প্রকাশিত: জুলাই ৪, ২০২০; সময়: ১২:০১ অপরাহ্ণ |
জয়পুরহাটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের মেয়াদউত্তীর্ণ বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল-আমিন বীমা (পপুলার ডিপিএস) প্রকল্পের ৩৩ জন বীমা গ্রাহকের মেয়াদ উর্ত্তীন বীমা দাবীর ১৫ লক্ষ ৬০ হাজার ৯১২ টাকার চেক গ্রাহকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকালে জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রামে একটি বেসরকারী স্কুলের হলরুমে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল-আমিন বীমা (পপুলার পিপিএস) প্রকল্পের জয়পুরহাট সার্ভিস সেল ইনর্চাজ ও জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এবং একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গ্রাহকদের হাতে চেক হস্তান্তর করেন, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার ও জামালগঞ্জ কলেজের প্রভাষক আবদুল আলীম মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, মাছরাঙ্গা টেলিভিশিনের সংবাদদাতা আল মামুন ডিস্ট্রিক কো-অর্ডিনেটর রাজু সরদার, কোমরগ্রাম ব্রাঞ্চ ম্যানেজার আজিজার রহমান, ফিনান্সিয়াল এসোসিয়েট নাজমা বেগম প্রমুখ।

মহামারী করোনা ভাইরাসের মধ্যেও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ তাদের গ্রাহকদের খোজখবর নেওয়ায় ও গ্রাহকদের দাবী পরিশোধ করায় কোম্পানীর উত্তরোত্তর সাফল্য কামনা করে সন্তোষ্টি প্রকাশ করেন উপস্থিত গ্রাহকেরা।

  • 20
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে