জয়পুরহাটে মাদকসহ দুই শীর্ষ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ৪, ২০২০; সময়: ৯:৪৮ পূর্বাহ্ণ |
জয়পুরহাটে মাদকসহ দুই শীর্ষ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটের কালাইয়ে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় দুই জন র্শীষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন তাঁরা। শুক্রবার রাত সাড়ে ১১ টায় কালাই উপজেলার নান্দাইল দীঘি মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত দুই র্শীষ মাদক ব্যবসায়ী হলেন, কুমিল্লার বুড়িচং থানার চাঁরসার গ্রামের মৃত সামছুল হকের ছেলে সাইফুল ইসলাস (৩২) ও একই উপজেলার পাঁইকোঠা গ্রামের শিপন মিয়া (৩৫) । তারা দুই জন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ তথ্য র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে একটি পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ মাদক দ্রব্য (গাঁজা) জয়পুরহাটের কালাইয়ের পুনট এলাকায় খালাসের জন্য আনা হয়েছে এমন খবর পায় র‌্যাব। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে পিকআপ ভ্যান থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করে। এসময় র্শীষ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এঘটনায় কলাই থানায় মামলা দায়ের প্রস্ততি নেওয়া হয়েছে।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে