সিরাজগঞ্জে একদিনে ৭১ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: জুলাই ৩, ২০২০; সময়: ৫:২৯ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে একদিনে ৭১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ জেলায় একদিনে নতুন সর্বোচ্চ ৭০ জন করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ তে পৌঁছলো। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকাল অফিসার ডা. সৌমিত্র বসাক এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকাল কলেজের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে ৭১ জনের রিপোর্ট পজেটিভ। এদের মধ্যে ১ জন অন্য জেলার। সিরাজগঞ্জ জেলার নতুন ৭০ জন করোনা রোগীর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ২৬ জন,শাহজাদপুর উপজেলার ২১ জন, উল্লাপাড়া উপজেলার ১৩ জন ও বেলকুচি উপজেলার ১০ জন বাসিন্দা।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের জেলা পরিসংখ্যানবিদ অফিসার মোঃ হুমায়ন কবীর জানিয়েছেন, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাবে এ পর্যন্ত ৫৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে অন্য জেলার (বহিরাগত) রোগীদের ছাড়া সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০০ জন।

এর মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার ২০১ জন, বেলকুচি উপজেলার ১৩৫ জন, শাহজাদপুর উপজেলা ৮৬ জন, উল্লাপাড়া উপজেলার৪৪ জন, রায়গঞ্জ উপজেলার ৩৭ জন, কাজিপুর উপজেলার ৩৬ জন, চৌহালী উপজেলার ৩২ জন, কামারখন্দ উপজেলায় ১৭ জন ও তাড়াশ উপজেলার ১২ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে