বেনাপোলে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত: জুলাই ৩, ২০২০; সময়: ৪:৪৩ অপরাহ্ণ |
বেনাপোলে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

পদ্মাটাইমস ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মাঠ থেকে বিএসএফের গুলিতে নিহত রিয়াজুল ইসলাম রিয়া মোড়ল (২৬) নামে এক মাদক চোরাচালানীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুর ১২টায় পোর্ট থানা পুলিশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাঁশঘাটা ক্যাম্পের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত রিয়া স্থানীয় কাঠু মোড়লের ছেলে। এ সময় মরদেহের পাশ থেকে ৬ কেজি গাঁজাও উদ্ধার করা হয়।

যশোর বিজিবির উপ অধিনায়ক মেজর নজরুল ইসলাম ও বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানায়, রিয়া একজন চিহ্নিত মাদক চোরাচালানী। দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে মাদক নিয়ে আসছেন। বিজিবির টহল দলের চোখ ফাঁকি দিয়ে প্রায় রাতে গাঁজা আনতে ভারতে যেত সে।

রিয়ার বাবা কাঠু মোড়ল বলেন, ‘আমরা তাকে অনেকবার নিষেধ করেছি কিন্তু শোনেনি। সে গাঁজার মহাজনের একজন বহনকারী হিসাবে এ কাজ করে আসছিল।’

বিজিবি জানায়, রাত সাড়ে ৩টার দিকে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। টহল দলের গুলির শব্দে বাহাদুরপুর সীমান্তের ২৬-থ্রি-টি-মেইন পিলার থেকে ১৪০ গজ দূরে গিয়ে দেখা যায় বুকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ পড়ে রয়েছে। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতের বাঁশঘাটা সীমান্তের বিপরীতে বেনাপোলের বাহাদুরপুর মাঠে টহলের সময় এক গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় ধান্য খোলা বিজিবি ক্যাম্পের সুবেদার সরোয়ার হোসেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘সীমান্তে ২৬ মেইন পিলার হতে ৩টি পিলারের পাশে কাঁটা তারের বেড়ার কাছে একটি মরদেহ পড়ে আছে। বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার নামে বেনাপোল পোর্ট থানায় ৩টি মাদকের মামলা রয়েছে।’

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে