সিরাজগঞ্জে বন্যায় ঘর-বাড়ি ডুবে যাওয়া সয়দাবাদ মহাসড়কে আশ্রিত মানুষের দুর্ভোগ

প্রকাশিত: জুলাই ৩, ২০২০; সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ |
সিরাজগঞ্জে বন্যায় ঘর-বাড়ি ডুবে যাওয়া সয়দাবাদ মহাসড়কে আশ্রিত মানুষের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মাঝ খানে এক দিন পানি কমে যমুনায় আবারও সামান্য বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় পানি ৪ সেন্টিমিটার বেড়ে শুক্রবার সকালে তা বিপদ সীমার ৪৪ সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বর্তমানে জেলার কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার অন্তত ৪০টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ এখন বন্যা আক্রান্ত। নতুন করে শাহজাদপুর, উল্লাপাড়ায় অন্তত আরো ৩০ গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে।

এদিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা তীরবর্তী অন্তত ১০টি গ্রামের অধিকাংশ ঘরবাড়িতে পানি উঠে পড়ায় মানুষ পোহাচ্ছে নানা দুর্ভোগ। বিশেষ করে মুলিবাড়ি এলাকার সবাই এখন আশ্রয় নিয়ে সয়দাবাদ মহাসড়কের খোলা আকাশের নিচে। এখানে বিশুদ্ধ খাবার পানি, শুকনা খাবার ও তাবুর সংকট দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, জেলার বন্যা দুর্গত পাঁচটি উপজেলায় ১২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে