পত্নীতলায় বিজিবির ত্রাণ বিতরণ

প্রকাশিত: জুলাই ১, ২০২০; সময়: ১১:২৭ অপরাহ্ণ |
পত্নীতলায় বিজিবির ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় দরিদ্র অসহায় খেটে খাওয়া ৫০০ পরিবারে ১৪ বিজিবি আয়োজনে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বুধবার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর উদ্যোগে এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে সীমান্তবর্তী পত্নীতলা উপজেলার নজিপুর ও কাশিপুর এলাকার ৫০০ জন খেটে খাওয়া, অসহায়, গরিব-দূঃখী এবং কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক বিজিবির উপর আস্থা রেখে সারাদেশ ব্যাপী হতদরিদ্র জনগণের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ সামগ্রী বিতরণের দায়িত্ব দেয়া হয়। এরই আলোকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ০৬ কেজি চাল, ০২ কেজি আটা, ০১ প্যাকেট তেল (৫০০ মিঃ লিঃ), ০১ প্যাকেট লবন (৫০০ গ্রাম) ও ০১ প্যাকেট বিস্কুট প্রদান করা হয়।

  • 51
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে