নো মাস্ক নো সেল : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: জুলাই ১, ২০২০; সময়: ৩:২৮ অপরাহ্ণ |
নো মাস্ক নো সেল : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মাস্ক ছাড়া কোন ক্রেতা দোকানে পণ্য কিন্তু আসলে দোকানীরা ওই ক্রেতার কাছে পণ্য বিক্রি করবেন না। নো মাস্ক নো সেল।

তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্য বিধি মেনে মুখে মাস্ক পড়ে ঘর থেকে বের হোন। এতে করে নিজে করোনা ভাইরাস থেকে রক্ষা পাবেন এবং সাধরন মানুষও রক্ষা পাবে। নওগাঁয় করোনা ভাইরাস পরিস্থিতি সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্বাবধায়ন ও আইন-শৃংখলা পরিস্থিতি পর্যবেক্ষন বিষয়ক এক মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মন্ত্রী এসব কথা বলেন।

বুধবার (১ জুলাই) বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন অডিটোরিয়ামে জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে জেলার করোনা ভাইরাস পরিস্থিতি সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্বাবধায়ন ও আইন-শৃংখলা পরিস্থিতি পর্যবেক্ষন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চেয়ারম্যান (সচিব) ভূমি সংস্কার বোর্ড ইয়াকুব আলী পাটোয়ারি।

এসময় তিনি বলেন, দেশের প্রায় ৪০টি হাসপাতালে নতুন করে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব পিসিআর স্থাপন করতে যাচ্ছে সরকার। এই ৪০টি ল্যাব স্থাপনের প্রথম ল্যাবটি নওগাঁতে স্থাপন বলে তিনি জানান।

এ সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সহ জেলা ও উপজেলা প্রশাসন কর্মকর্তা, সিভিল সার্জন কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে