চলনবিলে পাখি রক্ষায় পরিবেশ কর্মীদের প্রচারণা

প্রকাশিত: জুন ৩০, ২০২০; সময়: ৪:১১ অপরাহ্ণ |
চলনবিলে পাখি রক্ষায় পরিবেশ কর্মীদের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, নাটোর : শস্য ও মৎস্যভান্ডার খ্যাত চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা ও পাখি শিকার বন্ধে প্রচারণা শুরু করেছে স্থানীয় পরিবেশকর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলার কলম এলাকায় এই প্রচারণা চালানো হয়। এসময় কলম ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বিভিন্ন ফলজ ও ঔষধী বৃক্ষরোপন এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন পরিবেশকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিকুল কবীর, উপাধ্যক্ষ মো. আবুল হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যা: আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক মনোয়ার সুলতান প্রমূখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় চলনবিলের পাখি শিকার বন্ধ ও বিল পারের মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে