নিয়ামতপুরে মুজিবর্ষ উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

প্রকাশিত: জুন ৩০, ২০২০; সময়: ১:৫২ অপরাহ্ণ |
নিয়ামতপুরে মুজিবর্ষ উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : “মুজিববর্ষের আহবান ৩টি করে গাছ লাগান” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছেন। গত রোববার ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল বাকীর নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর দুপুর থেকে বিকেল পর্যন্ত নেতাকর্মীরা উপজেলার শহীদ মিনার চত্বর ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পাদদেশে বিভিন্ন জাতের ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সদস্য ইয়ামিন প্রান্ত, আহসান হাবিব, আরিফুজ্জামান, আনাস হায়দার, নাজমুল হাসান, শোভন রেজা, মে পন্ডিত, রকি মন্ডল, সোহন মাহমুদসহ উপজেলা, কলেজ ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল বাকী বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়নে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচী শুরু হয়েছে। এ কর্মসূচী ১ শত দিন অব্যাহত থাকবে এবং উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ১ হাজার বৃক্ষরোপন করা হবে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে