সাঁথিয়ায় ভিক্ষুক পুনর্বাসন ও মৎস্যজীবীদের জাল বিতরণ

প্রকাশিত: জুন ৩০, ২০২০; সময়: ১:১১ অপরাহ্ণ |
সাঁথিয়ায় ভিক্ষুক পুনর্বাসন ও মৎস্যজীবীদের জাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সাঁথিয়া : পাবনার সাঁথিয়ায় ভিক্ষুক পুনর্বাসন ও মৎস্যজীবীদের মধ্যে মাছ ধরার জাল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে সাঁথিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ভিক্ষুক পুনর্বাসন ও জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদের সভাপত্বি উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।

২০১৯-২০২০ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেইজ-২ এর আওতায় সিআইজি’র ২০জন সদস্যের মধ্যে এই জাল বিতরণ করা হয়। এছাড়া ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় মুদি দোকানের জন্য পন্য সামগ্রী বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে