সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপরে

প্রকাশিত: জুন ৩০, ২০২০; সময়: ১২:৩৪ অপরাহ্ণ |
সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপরে

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় মঙ্গলবার সকাল পর্যন্ত যমুনায় পানি ১৪ বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জেলাবাসীকে আতংকৃত না হবার পরামর্শ দিয়ে পানি কমার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে পানি বৃদ্ধির ফলে চৌহালী, শাহজাদপুর, এনায়েতপুর, বেলকুচি কাজিপুর ও সদর উপজেলার চরাঞ্চল গুলোর নিচু এলাকার বেশ কিছু ঘর-বাড়ি ও রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় মামাষের মাঝে দূর্ভোগ দেখা দিয়েছে। কাচা ঘাস তলিয়ে দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে